চমেকে ভারতফেরত রোগীর মৃত্যু
ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে আসার পর আজ শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) এক রোগীর মৃত্যু হয়েছে।
মৃত চন্দন কান্তি আইচ (৪২) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের মনিন্দ কান্তি আইচের ছেলে। তিনি করোনা নেগেটিভ ছিলেন বলে জানা গেছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্নায়বিক জটিলতা নিয়ে চন্দন কান্তি আইচ গত ২১ মার্চ ভারতে গিয়েছিলেন এবং অসুস্থ শরীর নিয়ে গত ৫ মে তিনি কুমিল্লা সীমান্ত দিয়ে দেশে ফেরেন।’
করোনা নেগেটিভ থাকায় তিনি কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হলে গত ২১ মে তাকে চমেক’র নিউরোলজি বিভাগে স্থানান্তর করা হয় বলে জানান সিভিল সার্জন।
শেখ ফজলে রাব্বি আরও বলেন, ‘আজ ভোরে চন্দন কান্তি আইচ মারা যান। পরে আরটিপিসিআর পরীক্ষার জন্য তার নমুনা নেওয়া হয়। অ্যান্টিজেন টেস্টে তার করোনা নেগেটিভ ছিল।’
চন্দন কান্তি আইচের সঙ্গে দেশে ফেরা সবাইকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে বলেও জানান সিভিল সার্জন।
Comments