শ্রীপুরে ১৬০০ পিস ইয়াবাসহ ৪ চোরাকারবারি গ্রেপ্তার

শ্রীপুরে এক হাজার ছয়শ পিস ইয়াবাসহ চার মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রাতে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা হতে তাদের গেপ্তার করা হয়।
স্টার অনলাইন গ্রাফিক্স

শ্রীপুরে এক হাজার ছয়শ পিস ইয়াবাসহ চার মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রাতে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা হতে তাদের গেপ্তার করা হয়।

আজ শনিবার গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদেরভিত্তিতে জানতে পারি- কিছু মাদক চোরাকারবারি ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে গাজীপুরের দিকে যাচ্ছে। ওই ইয়াবা ট্যাবলেটগুলো বেচা-কেনার জন্য শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (এমসি) এলাকায় অপেক্ষা করছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারি কামাল হোসেনকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে পকেট থেকে ছয়শ পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে তার পেটের ভিতর থেকে ১২টি প্যাকেটে থাকা আরও ছয়শ পিস ইয়াবা জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০ পিস ট্যাবলেট ছিল। পলিথিনের ওই প্যাকেটগুলো বিশেষ কৌশলে তৈরি করে তা খেয়ে পেটের মধ্যে করে বহন করা হচ্ছিল। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তিনশ পিস ইয়াবাসহ ফারুক মিয়া ও একশ পিস ইয়াবাসহ তরিকুল ইসলামকে এবং রাশেদুল আলমকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার চার জন হলেন- কামাল হোসেন (৩৮), ফারুক মিয়া (৩৫), তরিকুল ইসলাম (২৫) ও রাশেদুল আলম (৩৬)।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago