শক্তিশালী প্রকল্প দেখলেই পিএসজিতে থাকবেন এমবাপে

পিএসজিতে থাকছেন এমবাপে, নাকি যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। সাম্প্রতিক সময়ে ফুটবল বিশ্বে অন্যতম আলোচনা এ নিয়েই। প্রতিদিনই নতুন নতুন গুঞ্জন উঠে আসছে। অনেকেই বলছেন রিয়ালে যেতেই পিএসজির সঙ্গে নতুন কোনো চুক্তিতে আগ্রহ দেখাচ্ছেন না বিশ্বকাপ জয়ী এ তরুণ। তবে এমবাপের ভাবনা ভিন্ন। তিনি কেবল জিততে চান। এর জন্য শক্তিশালী প্রকল্প দেখলেই প্যারিসে থেকে যাবেন বলেই ইঙ্গিত দিয়েছেন এ তরুণ।
ছবি: সংগৃহীত

পিএসজিতে থাকছেন এমবাপে, নাকি যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। সাম্প্রতিক সময়ে ফুটবল বিশ্বে অন্যতম আলোচনা এ নিয়েই। প্রতিদিনই নতুন নতুন গুঞ্জন উঠে আসছে। অনেকেই বলছেন রিয়ালে যেতেই পিএসজির সঙ্গে নতুন কোনো চুক্তিতে আগ্রহ দেখাচ্ছেন না বিশ্বকাপ জয়ী এ তরুণ। তবে এমবাপের ভাবনা ভিন্ন। তিনি কেবল জিততে চান। এর জন্য শক্তিশালী প্রকল্প দেখলেই প্যারিসে থেকে যাবেন বলেই ইঙ্গিত দিয়েছেন এ তরুণ।

এমবাপেকে ধরে রাখতে আরও দুই বছর আগে থেকেই একের পর এক নতুন প্রস্তাব দিয়ে গেছে পিএসজি। কিন্তু কোনো প্রস্তাবেই এখন পর্যন্ত মন গলেনি এ তরুণের। ক্লাবের প্রকল্প পছন্দ হয়নি বলেই হয়তো অপেক্ষা করছেন। তবে তাতে প্রতি নিয়তই বাড়ছে গুঞ্জন। তবে এ ক্লাবের উপর বেশ কৃতজ্ঞ এমবাপে, 'প্রত্যেকেই জানে যে এ ক্লাবের সঙ্গে আমার গভীর সংযোগ রয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই কারণ আমি যখন এখানে আসি তখন আমি কেউ নই। তারা আমাকে যোগ্যতার চেয়ে বেশি আত্মবিশ্বাস দিয়েছিল। আমি সবসময় ক্লাবের প্রতি কৃতজ্ঞ ছিলাম।'

কিন্তু এমবাপের ভাবনায় রয়েছে শুধুই জয়। চ্যাম্পিয়ন্স লিগসহ সব কিছুই জিততে চান। তার জন্য শক্ত প্রকল্প চান এ তারকা, 'আমি যা চাই তা হলো জয়, এবং তার জন্য আমার চারপাশে দৃঢ় একটি প্রকল্প থাকতে হবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ফুটবলের জন্য বেঁচে আছি। এ কারণেই ক্রীড়া প্রকল্পটা খুবই অপরিহার্য। এর অর্থ এই যে আমি অনুভব করব যে আমার চারপাশে একটি শক্ত প্রকল্প রয়েছে।'

আর এমন প্রকল্প দেখলেই পিএসজিতে থেকে যাবেন তার ইঙ্গিতও দিলেন এমবাপে, 'প্রতি বছর চ্যাম্পিয়ন্স লিগ কেবল একটি ক্লাব জিততে পারে তবে আপনাকে অনুভব করতে হবে যে আপনি এমন একটি দলে আছেন যে দল এটা জিততে পারে। আমি ক্লাবের সঙ্গে আলোচনা করব এবং দেখা যাক কি হয়। যাই হোক না কেন, এখানে সবসময়ই সুখী ছিলাম। এখানে যে চারটি দারুণ বছর কাটিয়েছি তাতে আমি খুশি। আমি বুঝতে পারছি সকলে আমার উত্তরের জন্য অপেক্ষা করছে। আমরা জিনিসগুলো যথাযথভাবেই করব।'

উল্লেখ্য, কদিন আগেই পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেছেন নেইমার। বার্সায় ফেরার ব্যাপারে এ ব্রাজিলিয়ানেরও গুঞ্জনের কমতি ছিল না। শেষ পর্যন্ত থেকে গেছেন ফ্রান্সেই। কে জানে এমবাপেও হয়তো নেইমারের পথেই হাঁটবেন।

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago