স্বাস্থ্যসম্মত শৌচাগারের দাবিতে শ্রীমঙ্গলে হরিজন সম্প্রদায়ের অবস্থান কর্মসূচি

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গণে অর্ধশতাধিক হরিজন অবস্থান কর্মসূচি পালন করেন। ছবি: স্টার

স্বাস্থ্যসম্মত শৌচাগারসহ বিশুদ্ধ পানি ও ঘর মেরামত করে দেওয়ার দাবিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থান কর্মসূচি পালন করেছেন হরিজন সম্প্রদায়ের সদস্যরা। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গণে অর্ধশতাধিক হরিজন এ অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় হরিজন পল্লীর সর্দার রঞ্জন হরিজন বলেন, 'আমরা শহরের সব ময়লা আবর্জনা পরিস্কার করি। কিন্তু, আমরাই থাকি সবচেয়ে খারাপ পরিবেশে। আমাদের ভালো শৌচাগার নেই, বিশুদ্ধ পানি নেই, আমাদের ঘরগুলোর অবস্থাও খুবই শোচনীয়।'

তিনি বলেন, 'পৌরসভা থেকে আমরা যে মজুরি পাই তা খুবই কম।  এই মজুরি দিয়ে আমাদের সংসার চালানো কষ্টকর। পৌরসভার কাছে টয়লেট, পানির ব্যবস্থা, ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আমরা বারবার বলে আসলেও, তারা এর গুরুত্বই দিচ্ছে না।'

রঞ্জন হরিজন আরও বলেন, 'উপজেলার ইউএনও স্যার আমাদের জন্য পানির ব্যবস্থা ও টয়লেটের ব্যবস্থা করার জন্য ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। পৌরসভা এই কাজ বন্ধ করে দিয়েছে। তারা নিজেও কাজ করবে না, অন্যকেও কাজ করতে দিবে না। এ কারণে আমরা আজ পৌরসভায় একত্রিত হয়েছি। আমাদের দাবি না মানলে আমরা কাল থেকে কাজ করা বন্ধ করে দিবো।' 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'পিছিয়ে থাকা এ জনগোষ্ঠীর আবাসিক এলাকায় আমি গিয়েছিলাম। তাদের ভালো শৌচাগার বা গোসলখানা নেই। তাই তাদের জন্য একটি পাবলিক ওয়াশব্লক করার পরিকল্পনা নেই।'

উপজেলা পরিষদের উদ্যোগে করা কাজ বন্ধ করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে পৌরসভার সহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'পৌরসভার ভেতরে কাজ করতে চাইলে পৌরসভাকে জানাতে হবে।'

Comments

The Daily Star  | English

Produce 10 ex-ministers, 2 advisers to Hasina before tribunal on Nov 18: ICT

They will be shown arrested in case filed over crimes against humanity, genocide, says prosecutor

27m ago