জুভেন্টাসে আমি আমার লক্ষ্যে পৌঁছেছি: রোনালদো
অনন্য একটি কীর্তি গড়ে আরও একটি মৌসুম শেষ করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে শীর্ষ তিন লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেছেন এ পর্তুগিজ। তাতে সিরি আতে যোগ দেওয়ার লক্ষ্য পূরণ হয়েছে বলে দাবী করলেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
গত রোববার বোলোনিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয়ের দিনে রোনালদোকে খেলাননি কোচ আন্দ্রে পিরলো। তবে আগেই ২৯ গোল করে সেরা গোলদাতা হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ গোল ছিল রোমেলু লুকাকুর। শেষ পর্যন্ত এ ট্রফি ওঠে তার হাতেই। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগার পর ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার একমাত্র রেকর্ডটি গড়েন তিনিই।
টানা ৯ মৌসুম সিরি আর শিরোপা জয়ের পর অবশ্য এবার লিগ শিরোপা হাতছাড়া করেছে জুভেন্টাস। তবে ইতালীয় সুপার কাপ ও ইতালিয়ান কাপ জয় করেছে দলটি। তাতে সন্তুষ্ট রোনালদো। মৌসুম শেষ হওয়ার পর সামাজিক মাধ্যমে দীর্ঘ এক মেসেজে নিজের সন্তুষ্টি প্রকাশ করেন এ তারকা।
ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, 'যে কোনো শীর্ষ খেলোয়াড়ের জীবন ও ক্যারিয়ার উত্থান-পতন দিয়েই তৈরি হয়। বছরের পর বছর আমরা অসাধারণ খেলোয়াড় এবং উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে আমরা দারুণ সব দলগুলোর মোকাবেলা করি। তাই নিজেকে সবসময় শ্রেষ্ঠত্বের পর্যায়ে রাখতে আমাদের সেরাটা দিতে হয়।'
'এই বছর আমরা সিরি আ জিততে পারিনি, ভালোভাবে প্রাপ্য শিরোপা জয়ের জন্য ইন্টারকে অভিনন্দন। যাইহোক, আমরা এই মৌসুমে জুভেন্টাসের হয়ে দলীয় ও ব্যক্তিগত যে অর্জন করেছি তারও মূল্য দিতে হবে। ইতালীয় সুপার কাপ, ইতালিয়ান কাপ এবং সিরি আর সর্বোচ্চ গোলদাতার ট্রফি আমাকে আনন্দে পূর্ণ করেছে। মূলত যে অসুবিধা তারা বহন করেছে, এমন একটি দেশে, যেখানে জয় পাওয়া সহজ নয়।'
'এই প্রাপ্তিতে আমি এমন একটি লক্ষ্যে পৌঁছেছি যেটা আমি ইতালি পৌঁছানোর প্রথম দিন থেকে নিজের মধ্যে স্থির করেছিলাম: চ্যাম্পিয়নশিপ, কাপ এবং সুপার কাপ জিততে এবং এই অসাধারণ ফুটবল দেশের সেরা খেলোয়াড় এবং সেরা গোলদাতা হওয়ার জন্যও যেখানে অসাধারণ খেলোয়াড়, জায়ান্ট ক্লাব এবং নিজস্ব ফুটবল সংস্কৃতি রয়েছে।'
'আমি ইতোমধ্যেই বলেছি যে আমি রেকর্ড তাড়া করি না, রেকর্ডগুলো আমাকে তাড়া করে। যারা এগুলো বোঝেন না আমি তাদের এটা বোঝাতে চাইছি, এটি খুব সহজ: ফুটবল একটি সম্মিলিত খেলা, তবে ব্যক্তিগত অর্জনে দলগুলোকে লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে। এটা সবসময় মাঠে আরও বেশি বেশি সন্ধান করে, মাঠের বাইরেও কাজ করে যাতে রেকর্ডগুলো প্রকাশিত হয় এবং দলীয় শিরোপা অনিবার্য হয়ে যায়। একটা অন্যটার প্রাকৃতিক পরিণতি।'
'সুতরাং, আমি এই সত্যটি নিয়ে খুব গর্বিত যে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে প্রতীয়মান হয়েছে: ইংল্যান্ড, স্পেন এবং ইতালি চ্যাম্পিয়ন; ইংল্যান্ড, স্পেন এবং ইতালি কাপের বিজয়ী; ইংল্যান্ড, স্পেন এবং ইতালি সুপার কাপ বিজয়ী; ইংল্যান্ড, স্পেন এবং ইতালি সেরা খেলোয়াড়; ইংল্যান্ড, স্পেন এবং ইতালি সর্বোচ্চ গোলদাতা; ইংল্যান্ড, স্পেন এবং ইতালির একটি ক্লাবের হয়ে ১০০ এর বেশি গোল। আমি যে দেশগুলোতে খেলেছি সেখানে আমি আমার চিহ্ন রেখে গিয়েছি। আমি যে ক্লাবগুলোর প্রতিনিধিত্ব করেছি তাদের ভক্তদের আমি আনন্দ দিয়েছি এই অনুভূতির সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। এর জন্যই আমি কাজ করি, এটাই আমাকে গিয়ে নিয়ে যায় এবং এটাই আমাকে সবসময় শেষ দিন পর্যন্ত তাড়া করে যাবে।'
'এই যাত্রায় অংশ নেওয়ায় সবাইকে ধন্যবাদ! আমরা একসঙ্গে দাঁড়িয়ে!'
Comments