প্রখ্যাত শিশুসাহিত্যিক আলী ইমাম আইসিইউতে

স্ট্রোকসহ শরীরের নানা জটিলতা নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন প্রখ্যাত শিশুসাহিত্যিক ও উপস্থাপক আলী ইমাম।
আলী ইমাম। ছবি: সংগৃহীত

স্ট্রোকসহ শরীরের নানা জটিলতা নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন প্রখ্যাত শিশুসাহিত্যিক ও উপস্থাপক আলী ইমাম।

তার ছেলে ডাক্তার তানজির ইমাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শ্বাসযন্ত্রে সমস্যা, নিউমোনিয়া ও নিম্ন রক্তচাপ বাড়লে ধানমণ্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালে নিয়ে আসি। কিন্তু গতকাল থেকে তার অবস্থা ভালো না। ভেন্টিলেশন লাগছে, আইসিইউতে আছেন বাবা।’

ছয় শতাধিক বইয়ের লেখক, শিশুসাহিত্যিক, সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ২০০১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

8h ago