প্রখ্যাত শিশুসাহিত্যিক আলী ইমাম আইসিইউতে

আলী ইমাম। ছবি: সংগৃহীত

স্ট্রোকসহ শরীরের নানা জটিলতা নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন প্রখ্যাত শিশুসাহিত্যিক ও উপস্থাপক আলী ইমাম।

তার ছেলে ডাক্তার তানজির ইমাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শ্বাসযন্ত্রে সমস্যা, নিউমোনিয়া ও নিম্ন রক্তচাপ বাড়লে ধানমণ্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালে নিয়ে আসি। কিন্তু গতকাল থেকে তার অবস্থা ভালো না। ভেন্টিলেশন লাগছে, আইসিইউতে আছেন বাবা।’

ছয় শতাধিক বইয়ের লেখক, শিশুসাহিত্যিক, সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ২০০১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।

Comments

The Daily Star  | English

Produce 10 ex-ministers, 2 advisers to Hasina before tribunal on Nov 18: ICT

They will be shown arrested in case filed over crimes against humanity, genocide, says prosecutor

27m ago