শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে বুদ্ধদেব ভট্টাচার্য
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
করোনা আক্রান্ত হওয়ার পরে বুদ্ধদেব ভট্টাচার্যকে গত কয়েকদিন ধরে বাড়িতেই চিকিত্সা দেওয়া হচ্ছিল। তার প্রতিবেশী নিবেদিতা গুপ্ত দ্য ডেইলি স্টারকে জানান, ‘বুদ্ধবাবুর অক্সিজেন স্যাচুরেশন ৮২তে নেমে আসায় চিকিৎসকেরা আর তাকে বাড়িতে রাখার ঝুঁকি নেননি। তবে তার চেতনা স্বাভাবিক আছে।’
কয়েকদিন আগেই বুদ্ধদেব ভট্টাচার্য ও তার স্ত্রী মীরা ভট্টাচার্য করোনায় আক্রান্ত হন। মীরা ভট্টাচার্য সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
Comments