চার বলের মধ্য নেই তামিম-সাকিব, চাপে বাংলাদেশ
টানা তিন চারে শুরু হলো বাংলাদেশের ইনিংস। চতুর্থ বলেই অবশ্য ফিরতে পারতেন তামিম ইকবাল। বাংলাদেশের অধিনায়ক পয়েন্টে ক্যাচ দিয়ে বেঁচে যান। কিন্তু দ্বিতীয় জীবন কাজে লাগাতে পারেননি তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে তাকে ও সাকিব আল হাসানকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে দারুণ শুরু পাইয়ে দিলেন পেসার দুশমন্থ চামিরা।
মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন তামিম। এই প্রতিবেদন লেখার সময়, স্বাগতিকদের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেটে ১৬ রান। চার বলের মধ্যে দুই তারকা ব্যাটসম্যানকে হারিয়ে তারা পড়েছে ভীষণ চাপে।
ক্রিজে আছেন ওপেনার লিটন দাস ১৩ বলে ১ রানে। তার সঙ্গী অভিজ্ঞ মুশফিকুর রহিম খেলছেন ৩ বল খেলে এখনও রানের খাতা খুলতে পারেননি।
আক্রমণে এসে প্রথম বলেই উইকেটের স্বাদ পান ডানহাতি গতিময় পেসার চামিরা। তার হালকা ইনসুইংয়ে পরাস্ত হন তামিম। এলবিডব্লিউয়ের জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় লঙ্কানরা। পরে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল আঘাত করতে লেগ স্টাম্পে। ব্যক্তিগত ১২ রানে জীবন পাওয়া তামিম ফেরেন ৬ বলে ১৩ করে।
সাকিবকেও একই কায়দায় এলবিডব্লিউ করে সাজঘরে পাঠান চামিরা। সামান্য সুইং করা ডেলিভারিতে ব্যাটে-বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হন সাকিব। আগের ম্যাচে টাইমিং পেতে হাঁসফাঁস করা এই বাঁহাতি ৩ বলে খেলে আউট হন শূন্য রানে। ফলে স্কোরবোর্ডে ১৫ রান উঠতেই ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আগের ম্যাচে কিছুটা খরুচে বল করা তাসকিন আহমেদের জায়গায় ঢুকেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে তার। প্রথম ওয়ানডেতে ডাক মারা মোহাম্মদ মিঠুনও জায়গা হারিয়েছেন। তার পরিবর্তে খেলছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
একাদশে কোনো বদল আনেনি শ্রীলঙ্কা। আগের ম্যাচে ৩৩ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে তারা। লঙ্কানরা এই ম্যাচেও হারলে প্রথমবারের মতো তাদের বিপক্ষে বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ।
Comments