পদ্মার চরে লুকিয়ে রাখা ৩ হাজার পাখি অবমুক্ত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পদ্মার চরে খড়কুটো ও মশারি দিয়ে তৈরি ছোট একটি ঘড়ের ভেতর প্রায় তিন হাজার পাখি আটকে রাখা হয়েছিল। ওই চরে ঘুরতে যাওয়া স্থানীয় লোকজন এসব পাখি অবমুক্ত করেন।
Birds.jpg
স্থানীয়রা আটকে রাখা দেশি-বিদেশি এসব পাখি অবমুক্ত করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পদ্মার চরে খড়কুটো ও মশারি দিয়ে তৈরি ছোট একটি ঘড়ের ভেতর প্রায় তিন হাজার পাখি আটকে রাখা হয়েছিল। ওই চরে ঘুরতে যাওয়া স্থানীয় লোকজন এসব পাখি অবমুক্ত করেন।

সোমবার দুপুরে কবতুরখোলা এলাকাধীন ওই চরে এ ঘটনা ঘটে।

রাঢ়ীখাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সৈকত খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কয়েকজন মিলে নৌকা নিয়ে পদ্মা নদীতে ঘুরতে গিয়েছিলাম। এরপর চরের একটি নির্দিষ্ট স্থান থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছিল। খোঁজ নিতে সেখানে যাওয়ার সময় আমাদের উপস্থিতি টের পেয়ে তিন-চার জন দৌড়ে পালিয়ে যান।’

‘পরে সেখানে খড়কুটো ও মশারি দিয়ে তৈরি একটি ঘরের ভেতর প্রচুর দেশি ও বিদেশি পাখি পাওয়া যায়। যা সঙ্গে সঙ্গে অবমুক্ত করে দেওয়া হয়। আশপাশে বেশ কয়েকটি খাঁচাও পাওয়া যায়’, যোগ করেন তিনি।

সৈকত খান আরও বলেন, ‘এ চরে কোনো ঘরবাড়ি নেই। ধারণা করছি এখানে পাখিগুলো আটকে রেখে বিক্রি করা হতো।’

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

2h ago