উত্তাল পদ্মা, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে লঞ্চ-ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঘাটের টার্মিনালে নোঙর করে রাখা হয়েছে লঞ্চ। ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল পদ্মা নদী। দুর্ঘটনা এড়াতে সবধরনের নৌযান নোঙর করে রাখা হয়েছে দুই ঘাটের টার্মিনালে।

আজ বুধবার সকাল ৬টা থেকে এই নৌপথে সব ধরণের ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর আগে গতকাল বিকেল ৫টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন বলেন, ‘গতকাল বিকেল ৫টা থেকে ৮১টি লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ সকাল থেকেও নদীতে প্রচণ্ড ঢেউ আর বাতাস রয়েছে।’

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ‘উত্তাল পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউ আর বাতাস। এই আবহাওয়ায় ফেরি চলাচল সম্ভব না। এ জন্য আজ সকাল ৬টা থেকে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত ফেরি চলাচল শুরু হবে না।’

মাওয়া ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মো. হাফিজুল ইসলাম বলেন, ‘শিমুলিয়াঘাটে প্রায় ৪৫০টির বেশি গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে। এর মধ্যে বাস, ট্রাক, প্রাইভেটকারের সংখ্যাই বেশি।’

Comments