ঘূর্ণিঝড় ইয়াস: ভাসান চরে ঢোকেনি জোয়ারের পানি
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভাসান চরে গতকাল মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বেড়ে চলছে জোয়ারের পানি।
তবে জোয়ারের পানি বাঁধের ভেতরে ঢুকতে পারেনি। সতর্ক অবস্থায় রয়েছে ভাসান চর কর্তৃপক্ষ।
ভাসান চরের নিরাপত্তায় বাঁধের চারটি স্তরের মধ্যে জোয়ারের পানি এখনও পর্যন্ত প্রথম স্তরও অতিক্রম করেনি।
ভাসান চরে বসবাসরত রোহিঙ্গাদের প্রতিনিয়ত সতর্ক করা হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে, তারা যেন কোনো ধরনের গুজবে যেন কান না দেন এবং আতঙ্কিত হয়ে না পড়েন।
আরও পড়ুন:
Comments