পাউবোর প্রকৌশলীকে মারধর: সংসদ সদস্য শিমুলের ভাগ্নে কারাগারে
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে মারধর এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাগ্নে নাফিউল ইসলাম অন্তরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার সকালে নাফিউলকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজীম আলম তাবাসসুমের আদালতে হাজির করা হলে তিনি এই আদেশ দেন।
গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বড়গাছা এলাকায় নিজ বাসা থেকে অন্তরকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
তিনি বলেন, ‘প্রভাবশালী হলেও কেউ ছাড় পাবে না নাটোর জেলা পুলিশের কাছে। সরকারি কর্মকর্তাকে মারধরের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’
নাফিউল আলম অন্তরের বাবা মীর আমিরুল ইসলাম জাহান পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার এবং নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। গত সোমবার বিকেলে ঠিকাদারি কাজের মান নিয়ে মীর আমিরুল ইসলাম জাহানের সঙ্গে কথা বলায় প্রকৌশলীর ওপর চড়াও হন নাফিউল এবং মারধর করেন।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা রায়হানকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। রাতেই তিনি বাদী হয়ে নাফিউলকে আসামি করে সরকারি কাজে বাধা প্রদান ও কর্মকর্তাকে মারধরের অভিযোগে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন
সংসদ সদস্য শিমুলের ভাগ্নের হাতে পাউবো’র নির্বাহী প্রকৌশলী লাঞ্ছিত
Comments