বুদ্ধ পূর্ণিমার ছুটিতে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটিতে আজ বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। তবে, দূতাবাস থেকে ছাড়পত্র নিয়ে আটকা পড়া যাত্রীরা দেশে ফিরতে পারছেন।
ফাইল ফটো

বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটিতে আজ বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। তবে, দূতাবাস থেকে ছাড়পত্র নিয়ে আটকা পড়া যাত্রীরা দেশে ফিরতে পারছেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আ. জলিল বলেন, বুদ্ধ পূর্ণিমার ছুটি থাকায় বেনাপোল-বন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ রয়েছে। এই বন্ধের মধ্যে বন্দরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশঙ্ক শেখর ভট্টাচার্য জানান, বুধবার দুই দেশে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ আছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ওপারে আটকা পড়া পাসপোর্ট যাত্রীরা দূতাবাস থেকে ছাত্রপত্র নিয়ে যাওয়া-আসা করতে পারবেন। তাদের ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে যারা ফেরত আসবে তাদের নিজ খরচে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৪০০ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে। অন্যদিকে ভারতে রপ্তানি হয় ১৫০ থেকে ২০০ ট্রাক বিভিন্ন পণ্য।

Comments

The Daily Star  | English

Small businesses, daily earners scorched by heatwave

After parking his motorcycle and removing his helmet, a young biker opened a red umbrella and stood on the footpath.

1h ago