ঢাবি ছাত্রের মৃত্যু তদন্তে ভয়ঙ্কর মাদক এলএসডি পাওয়ার দাবি পুলিশের, গ্রেপ্তার ৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে দেশে প্রথমবারের মতো ভয়ঙ্কর মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) পাওয়া গেছে বলে দাবি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল রাতে রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া এলাকা থেকে এলএসডিসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, সাদমান সাকিব ওরফে রূপল (২৫), আসহাব ওয়াদুদ ওরফে তূর্য (২২) ও আদিব আশরাফ (২৩)। তাদের কাছে ২০০ ব্লট এলএসডি পাওয়া গেছে। সম্প্রতি মারা যাওয়া হাফিজুর নিজেও এই মাদকে আসক্ত ছিলেন।’
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, নেদারল্যান্ডের এক নাগরিকের কাছ থেকে রূপল, তূর্য ও আদিব এই মাদক সংগ্রহ করতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপ ব্যবহার করে বিক্রি করতেন— বলেন এ কে এম হাফিজ আক্তার।
আরও পড়ুন
ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: ২ বন্ধুকে থানায় জিজ্ঞাসাবাদ
ঢামেক মর্গে মিলল নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহ
Comments