বুয়েটে আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ: সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় আজীবন বহিস্কৃত শিক্ষার্থী আশিকুল ইসলাম বিটুর একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের প্রতিবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বুয়েটের প্রধান ফটকের সামনে এক মানববন্ধনে তারা এই প্রতিবাদ জানান। এর আগে বুয়েট প্রশাসনকে নিজেদের দাবিগুলো জানায় শিক্ষার্থীরা।
মানববন্ধনের সময় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ২৯ মে'র মধ্যে সাধারণ শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে ৩০ মে থেকে শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম সম্পূর্ণরূপে বর্জন করবেন।
বিবৃতিতে জানানো হয়, বুয়েট প্রশাসন অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, আশিকুল ইসলাম বিটুর কোর্স রেজিস্ট্রেশন এখনও সম্পন্ন হয়নি। এতে তিনি ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন না এবং কোর্সগুলোতে তার অন্তর্ভুক্তি বাতিল করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, বুয়েট প্রশাসন আশ্বাস দিয়েছে যে, আশিকুল ইসলাম বিটুর বহিষ্কারাদেশের বিষয়ে আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে শিগগির আপিল করা হবে।
গত ২২ মে কেমিকৌশল ১৭ ব্যাচের একটি কোর্সের ক্লাসে আশিকুল ইসলাম বিটুকে উপস্থিত থাকতে দেখা যায় বলে বিবৃতিতে জানানো হয়।
Comments