ঘূর্ণিঝড় ‘ইয়াস’: মংলায় নৌবাহিনীর ত্রাণ কার্যক্রম শুরু
ঘূর্ণিঝড় ‘ইয়াস’র পর মংলা ও আশেপাশের এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। উপকূলীয় এলাকায় উদ্ধার অভিযানের পাশাপাশি বরিশাল, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও পিরোজপুরের উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জরুরি ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রাণ কার্যক্রমের আওতায় ৩ নম্বর বিপদ সংকেতের মধ্যে ৬০০ অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩০ হাজার টাকা নগদ অর্থসহ ১০ দিনের খাদ্যসামগ্রী (চাল, ডাল, আটা, ছোলা, লবণ ও বিশুদ্ধ পানি) বিতরণ করা হয়। খুলনা জেলার ডেনজার খাল সংলগ্ন ডাঙ্গামারী এলাকায় জোয়ার ও জলোচ্ছ্বাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়।
উপকূলীয় এলাকায় নৌবাহিনীর এই ত্রাণ কার্যক্রম এক সপ্তাহ ধরে চলবে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে মংলায় অবস্থিত কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
গত ২৬ মে পশ্চিমবঙ্গ ও ভারতের ওড়িশা রাজ্যে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আঘাত হানে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে স্বাভাবিক স্তরের চেয়ে ৩ থেকে ৪ ফুট জলোচ্ছ্বাস দেখা গেছে। জলোচ্ছ্বাসের কারণে সুন্দরবনসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল পানিতে ডুবে গেছে।
Comments