পাটুরিয়াঘাটে পারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন
মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে দেশের দক্ষিণাঞ্চলগামী চার শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ৩টায় এ দৃশ্য দেখা যায়।
গতকাল শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে গেছে। আজ( শুক্রবার) সকাল থেকেই চাপ বাড়তে থাকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অন্যান্য দিনের চেয়ে শুক্রবারে সাধারণত যানবাহনের চাপ তুলনামূলকভাবে বেশি থাকে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদী উত্তাল থাকায় গতকাল শিমুলিয়া থেকে কিছু গাড়ি এদিকে এসে আটকা পড়েছে। সকাল থেকে ছোট-বড় মিলিয়ে মোট ১৬টি ফেরি চলাচল করছে। আশা করা যাচ্ছে, সন্ধ্যার পরপরই যানবাহনের চাপ কমে আসবে।’
Comments