করোনাভাইরাস

আজ মৃত্যু ৩৮ পরীক্ষা ১৩১৮৪ শনাক্ত ১০৪৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৮ জন। এর আগে গতকাল ৩১ ও গত পরশু ২২ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৫৪৯ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৪৩ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৯৭ হাজার ৩৮৬ জন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৩ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করে আরও এক হাজার ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার সাত দশমিক ৯১ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও ১০ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে চার জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, নয় জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৯ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৮৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৩৭ হাজার ৪০৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৯ লাখ ১৫ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৭ শতাংশ।

আরও পড়ুন:

২৪ ঘণ্টায় মৃত্যু ৩১ পরীক্ষা ১৪৬০৬ শনাক্ত ১৩৫৮

আজ মৃত্যু ২২, শনাক্ত ১২৯২, পরীক্ষা ১৫৯১৫

আজ মৃত্যু ১৭, শনাক্ত ১৪৯৭, পরীক্ষা ১৬৪৩৪

আজ ৪০ জন, মৃত্যুর সংখ্যা আবার বাড়ার ইঙ্গিত

২৪ ঘণ্টায় মৃত্যু ২৫ পরীক্ষা ১৭৬৮৩ শনাক্ত ১৪৪১

২৪ ঘণ্টায় মৃত্যু ২৮ পরীক্ষা ১৫২০৫ শনাক্ত ১৩৫৪

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৮ পরীক্ষা ১২২৩০ শনাক্ত ১০২৮

আজ মৃত্যু ২৬ পরীক্ষা ১৮২৯৪ শনাক্ত ১৫০৪

আজ মৃত্যু ৩৬ পরীক্ষা ১৯৪৩৭ শনাক্ত ১৪৫৭

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ পরীক্ষা ২০৫২৮ শনাক্ত ১৬০৮

আজ মৃত্যু ৩০ পরীক্ষা ১৬৮৫৫ শনাক্ত ১২৭২

২৪ ঘণ্টায় মৃত্যু ৩২ পরীক্ষা ১০৩৪৭ শনাক্ত ৬৯৮

আজ মৃত্যু ২৫ পরীক্ষা ৫৪৩০ শনাক্ত ৩৬৩

আজ মৃত্যু ২২ পরীক্ষা ৩৭৫৮ শনাক্ত ২৬১

আজ মৃত্যু ২৬ পরীক্ষা ৭৮৩৫ শনাক্ত ৮৪৮

আজ মৃত্যু ৩১ পরীক্ষা ১৩৪৭১ শনাক্ত ১২৯০

২৪ ঘণ্টায় মৃত্যু ৪০ পরীক্ষা ১৫২৯৬ শনাক্ত ১১৪০

আজ মৃত্যু ৩৩ পরীক্ষা ১৪১৮৪ শনাক্ত ১২৩০

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago