১ বছর ধরে এলএসডি বিক্রি করছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্র
ঢাকায় এলএসডিসহ ৫ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গতকাল রাত ১০টায় খিলগাঁও থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞসাবাদের পর আজ সকালে ভাটারা থেকে আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়। তারা গত এক বছর ধরে এলএসডি বিক্রি করছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ পল্টন থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাইফুল ইসলাম, এসএম মনওয়ার আকিব, মো. নাজমুস সাকিব, নাজমুল ইসলাম ও বিএম সিরাজুস সালেকিন। তাদের সবার বয়স ২০ থেকে ২৪ বছরের মদ্যে।
তাদের জিজ্ঞসাবাদের পর বনানীতে একজনের শ্বশুর বাড়ি থেকে দুই হাজার মাইক্রোগ্রাম এলএসডি ব্লট পেপার ও গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা জানান, গত এক বছর ধরে তারা এলএসডি ব্যবসা করছিল। ইউরোপ থেকে লাগেজ এবং কুরিয়ার মাধ্যমে এলএসডি দেশে আসত। পরে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এলএসডি বিক্রি করা হতো। তবে এই পাঁচ জন এলএসডি চোরাচালান করে দেশে আনছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।
ডিসি আব্দুল আহাদ বলেন, এই পাঁচ জনকে জিজ্ঞসাবাদ করে এলএসডি ব্যবসায় জড়িত ১৪-১৫টি গ্রুপের তথ্য পাওয়া গেছে।
হ্যালুসিনেশন সৃষ্টিকারী মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড বা এলএসডি গত প্রায় চার বছর ধরে ডাকযোগে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে এনে বিক্রি হচ্ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে গত বুধবার এলএসডি জব্দ করেছিল পুলিশ। গত বুধবার রাতে রাঝধানীর ধানমন্ডি ও লালমাটিয়া এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলএসডির ২০০ ব্লটিং পেপারসহ বিক্রয় চক্রের তিন সদস্যকে আটক করে। তারা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সাদমান সাকিব রূপল ও আসহাব ওয়াদুদ তুর্জ এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিব আশরাফ। এই তিন জনই এখন কারাগারে আছেন।
আরও পড়ুন:
ঢাবি ছাত্রের মৃত্যু তদন্তে ভয়ঙ্কর মাদক এলএসডি পাওয়ার দাবি পুলিশের, গ্রেপ্তার ৩
ঢামেক মর্গে মিলল নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহঢাবি শিক্ষার্থীর মৃত্যু: ২ বন্ধুকে থানায় জিজ্ঞাসাবাদ
Comments