দালালরা মালয়েশিয়ার কথা বলে সাগর ঘুরিয়ে মিরসরাই নামিয়ে দিল রোহিঙ্গাদের
মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে রোহিঙ্গাদের ভাসানচর থেকে সাগর ঘুরিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে নামিয়ে দেয় দালালচক্র। গতকাল রবিবার মিরসরাই বঙ্গবন্ধু শিল্প নগরের পাশে রোহিঙ্গাদের রেখে যাওয়ার সময় তিন দালাল ও ১০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃত ১০ রোহিঙ্গার মধ্যে সাত জন নারী ও তিন জন শিশু।
আটককৃত তিন দালাল হলেন--নোয়াখালীর সুবর্ণচরের বেলাল হোসেন (২৮), মো. জুয়েল (২০) ও চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার দিদারুল আলম (২১)।
ওসি বলেন, 'রোহিঙ্গাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা করে নিয়েছে দালাল চক্রটি। গত একদিন সাগরের বিভিন্ন স্থানে ঘুরিয়ে মিরসরাই বঙ্গবন্ধু শিল্প নগরের পাশে রোহিঙ্গাদের রেখে যাওয়ার সময় তাদের আটক করা হয়।'
তিনি জানান, গতকাল রোববার রাতে তাদের আটক করার পর আজ সোমবার আদালতে হাজির করা হয়। আদালত আটককৃত দালালসহ রোহিঙ্গাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, 'কয়েকটি দালাল চক্রের সহায়তায় গত কয়েকদিন ধরেই ভাসানচর থেকে রোহিঙ্গারা পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে চলে যাচ্ছেন।'
দালাল চক্রগুলোকে শনাক্ত করার পাশাপাশি উপকূলীয় এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
Comments