এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় ডিম সংকট

এশিয়ার কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী। প্রতিবছর এই নদীতে এপ্রিল-জুন মাসে মাছের ডিম সংগ্রহের উৎসব হয়। কিন্তু এবারের চিত্র ভিন্ন। হালদাপাড়ে এবার দেখা যাচ্ছে হতাশার ছবি।

এশিয়ার কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী। প্রতিবছর এই নদীতে এপ্রিল-জুন মাসে মাছের ডিম সংগ্রহের উৎসব হয়। কিন্তু এবারের চিত্র ভিন্ন। হালদাপাড়ে এবার দেখা যাচ্ছে হতাশার ছবি।

এই বিষয়ে দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোস্তফা ইউসুফের ‘High salinity threatens fish spawning in Halda river’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্টার নিউজ+ এর এই ভিডিওতে থাকছে প্রতিবেদনটির পেছনের গল্প।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

4h ago