আমি জানতাম বার্সা একদিন আমার খোঁজ করবে: আগুয়েরো

বার্সেলোনায় এ মুহূর্তে হয়তো সের্জিও আগুয়েরোর চেয়ে বেশি খুশি কেউ নেই। কারণ শৈশবের স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে তার। ক্যারিয়ারের প্রায় শেষ দিকে হলেও এসেছেন স্বপ্নের ক্লাবে। আর এ ক্লাব যে তাকে খুঁজবে সে বিশ্বাস ছিল তার। শৈশব থেকেই এ বিশ্বাস নিয়ে বড় হয়েছেন এ আর্জেন্টাইন। বার্সায় যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন তিনি।
ছবি: টুইটার

বার্সেলোনায় এ মুহূর্তে হয়তো সের্জিও আগুয়েরোর চেয়ে বেশি খুশি কেউ নেই। কারণ শৈশবের স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে তার। ক্যারিয়ারের প্রায় শেষ দিকে হলেও এসেছেন স্বপ্নের ক্লাবে। আর এ ক্লাব যে তাকে খুঁজবে সে বিশ্বাস ছিল তার। শৈশব থেকেই এ বিশ্বাস নিয়ে বড় হয়েছেন এ আর্জেন্টাইন। বার্সায় যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন তিনি।

গুঞ্জনটা আগে থেকে থাকলেও সোমবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে আগুয়েরোর সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে বার্সা। ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরনোয় বিনা ট্রান্সফার ফিতে দুই বছরের জন্য স্প্যানিশ ক্লাবটিতে নাম লেখান তিনি।

২০০৩ সালে আর্জেন্টাইন ক্লাব ইন্দিপেন্দিয়েন্ত থেকে ইউরোপে অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন আগুয়েরো। খেলেছেন পাঁচ বছর তখনও বার্সেলোনার সভাপতি ছিলেন লাপোর্তা। তখন থেকেই তার বিশ্বাস ছিল একদিন বার্সেলোনা তার খোঁজ করবে। শেষ পর্যন্ত সে দিনটি চলেই এলো। ম্যানচেস্টার সিটিতে এক দশক খেলার পর এবার যোগ দিলেন বার্সায়।

আর কাতালান ক্লাবে যোগ দিয়ে দারুণ উচ্ছ্বসিত আগুয়েরো, 'আমি খুবই খুশি। আমি তাদের গুরুত্বপূর্ণ ট্রফি জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করব। এটা দারুণ আনন্দের, এটা বিশ্বের সেরা ক্লাব। লাপোর্তাকে আমি আগে বলেছি, ছোট বেলায় বলেছিলাম, তারা (বার্সেলোনা) একদিন আমার খোঁজ করবে। এবং এখন আমি এখানে। আমি ভাবতেও পারছি না।'

তার প্রতি বার্সা আগ্রহ দেখানোর পর বিকল্প কোনো চিন্তাই করেননি আগুয়েরো, 'যখন বার্সেলোনা আমাকে কল করে, আমি দ্বিধায় ভুগিনি। আমি অন্য কোনো ক্লাবের কথা মাথাতেই আনিনি। আমার মুখপাত্রকে বলে দিয়েছিলাম, আমি শুধু বার্সেলোনাতে যেতে চাই।'

বার্সেলোনায় শৈশবের বন্ধু লিওনেল মেসির সঙ্গে খেলার সুযোগ তৈরি হয়েছে আগুয়েরোর। বন্ধু বার্সাতেই থাকবেন বলে প্রত্যাশা করছেন তিনি, 'আমরা আশা করছি একসঙ্গে খেলব। আমরা এ নিয়ে অনেক সময়ই কথা বলেছি। ক্লাবে থাকবে কি-না এটা ওর সিদ্ধান্ত। তবে আমি একত্রে খেলতে পারলে খুব আনন্দিত ও গর্বিত বোধ করব। আমি ওর সঙ্গে থেকেছি এবং ওকে খুব ভালো করেই চিনি।'

মেসির সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় আগুয়েরোর। এমনকি মেসির বার্সায় থাকা না থাকা নিয়েও আলোচনা হয় তার সঙ্গে। তবে কি কথা হয় তা বলেননি সাবেক এ সিটি তারকা, 'আমার মনে হচ্ছে ও থেকে যাবে। আমি ওর সঙ্গে প্রতিদিনই কথা বলি। তবে কি কথা হয় তা এ মুহূর্তে আমি বলতে পারছি না। ও আমাকে অভিনন্দন জানিয়েছে।'

Comments