কয়রায় স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত: এমপিকে দেখেই কাদা ছুড়তে শুরু করেন বিক্ষুব্ধরা
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনার কয়রা উপজেলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষুব্ধ বাসিন্দাদের তোপের মুখে পড়েছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ বাসিন্দারা সংসদ সদস্যের ট্রলার লক্ষ্য করে কাদা ও মাটির দলা ছুড়তে শুরু করে। কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে যাওয়ায় শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে মেরামতে করছিলেন।
আকস্মিক পরিস্থিতিতে সংসদ সদস্য ট্রলার নিয়ে ফিরে গেলেও পরে তিনি ফিরে এসে দশহালিয়াবাসীর সঙ্গে বাঁধ মেরামত কাজে যোগ দেন।
এ বিষয়ে জানতে চাইলে মো. আক্তারুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মানুষের মধ্যে ক্ষোভ থাকা স্বাভাবিক। তাদের পেটে খাবার নেই। ঘরে পানি উঠে গেছে। যন্ত্রণা থাকলে মানুষ ক্ষোভ প্রকাশ করবেই। আমি তাদের বুঝিয়েছি, করোনার কারণে গত এক বছর কোনো ধরনের উন্নয়ন কাজ করা সম্ভব হয়নি। এসব কাজ টেন্ডারের মাধ্যমে হয়। প্রকল্প অনুমোদন পেলে এই কষ্ট দূর হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘আমি পালিয়ে গেছি কথাটা একদমই ঠিক না। আমি তাদের সঙ্গে থেকে কাজ করেছি।’
Comments