স্কুল ফিডিং প্রকল্প স্থগিত
প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের দুপুরে গরম খাবার দেওয়ার প্রকল্প স্থগিত করেছে সরকার। এই প্রকল্পের প্রায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল।
আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমটি (একনক) এর বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এই কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন। একনেকে আজ প্রায় ৫ হাজার ২৩৯ কোটি টাকার ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী স্কুল ফিডিং প্রকল্পটি স্থগিত করেছেন। তিনি সংশোধন করে প্রকল্পটি নিতে বলেছেন, যাতে শিক্ষার্থীদের স্কুলে শুকনো খাবার দেওয়া যায়।
Comments