ডিএমপির জ্যেষ্ঠ কর্মকর্তার সরকারি নম্বর ‘স্পুফ’ করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক জ্যেষ্ঠ কর্মকর্তার সরকারি মোবাইল নম্বর ‘স্পুফ’ করে প্রতারণার অভিযোগে মো. রফিকুল ইসলাম ওরফে বাপ্পী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার ভোররাত ২টা ৫ মিনিটের দিকে রংপুরের কোতোয়ালি থানার আলমনগর এলাকায় ভাড়া বাসা থেকে বাপ্পীকে গ্রেপ্তার করা হয়।’
‘মোবাইল ডায়ালার অ্যাপের মাধ্যমে ডিএমপির এক জ্যেষ্ঠ কর্মকর্তার “স্পুফ নম্বর” ব্যবহার করা হচ্ছে, জানার পরে ইন্টারনেট রেফারেল টিম লিডার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপের নেতৃত্বে একটি টিম গ্রেপ্তার অভিযান চালায়।’
‘গ্রেপ্তার ব্যক্তির কাছে পাওয়া ফোনে মোবাইল ডায়ালার অ্যাপ লগড ইন অবস্থায় পাওয়া গেছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ওই ব্যক্তি এই অ্যাপ ব্যবহার করে সরকারি কর্মকর্তাদের মোবাইল নম্বর “স্পুফ” করে প্রতারণা করার কথা স্বীকার করেছেন।’
‘তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও সংযুক্ত অবস্থায় দুটি সিম জব্দ করা হয়েছে। এ বিষয়ে গতকাল রমনা মডেল থানায় মামলা করা হয়েছে,’ যোগ করেন এডিসি নাজমুল ইসলাম।
Comments