মধ্যপ্রাচ্যে বিনিয়োগ বাড়াতে আবুধাবিতে অফিস খুলছে ইসরায়েল
মধ্যপ্রাচ্য তথা আরব বিশ্বে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে এবং ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাণিজ্যিক অফিস খোলার পরিকল্পনা করছে ইসরায়েল।
ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার সৌদি আরব-ভিত্তিক সংবাদমাধ্যম আল-অ্যারাবিয়া এ তথ্য জানিয়েছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ব্যাংকিং ও সরাসরি উড়োজাহাজ পরিচালনা সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি করেছে দেশ দুটি। এর ধারাবাহিকতায় আবুধাবিতে বাণিজ্যিক অফিস খোলার পরিকল্পনা করছে ইসরায়েল।
গত সোমবার তেল আবিবে দূতাবাস চালু করেছে আমিরাত। দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ইসরায়েল সেদিনই উপসাগরীয় দেশটির সঙ্গে একটি কর চুক্তি করেছে বলে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় গণমাধ্যমকে জানিয়েছে।
ইসরায়েলের অর্থমন্ত্রী আমির পেরেজ বলেন, ইসরায়েল ও আমিরাতের মধ্যে সম্পর্ক জোরদারের ফলে ‘বিশাল অর্থনৈতিক সম্ভাবনা’ দেখতে পাচ্ছেন তিনি।
তিনি বলেন, ‘আমিরাতে বাণিজ্যিক অফিস খোলা হলে নানা খাতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে।’
ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য প্রশাসন (এফটিএ) বিভাগ সারা বিশ্বে ৫০টির বেশি বাণিজ্যকেন্দ্র পরিচালনা করছে। গত বছর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এ রকম একটি বাণিজ্যকেন্দ্র খোলা হয়েছে।
আমিরাতের বাণিজ্যিক অফিসের বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে আভিয়াদ তামিরের নাম প্রকাশ করেছে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়।
Comments