মাথাপিছু আয় এখন ২২২৭ মার্কিন ডলার
দেশে মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ মার্কিন ডলার। ২০০৫-২০০৬ অর্থবছরে এ আয় ছিল ৫৪৩ মার্কিন ডলার।
২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটের তথ্য অনুসারে, গত ১৫ বছরে দারিদ্র্যের হারও কমে অর্ধেক হয়েছে। ২০০৫-২০০৬ অর্থবছরে দারিদ্র্যের হার ৪১ দশমিক পাঁচ শতাংশ হলেও, বর্তমানে এ হার ২০ দশমিক পাঁচ শতাংশে নেমে এসেছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০০৫-২০০৬ অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল শূন্য দশমিক ৭৪৪ বিলিয়ন মার্কিন ডলার।
এ ছাড়া, মানুষের গড় আয়ুও বেড়েছে। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু ৭২ দশমিক ছয় বছর। ২০০৫-২০০৬ অর্থবছরে গড় আয়ু ছিল ৬৫ দশমিক চার বছর।
আরও পড়ুন:
৩ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয় করমুক্ত
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বেড়ে ২০ হাজার টাকা
করোনা মহামারি: আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ
প্রতিমাসে ২৫ লাখ মানুষ টিকা পাবে
নতুন হাসপাতালে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি
আইটি সেবা প্রদানকারীদের কর হ্রাসের প্রস্তাব
এশিয়ায় সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশে
Comments