মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৪৪ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব
দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য প্রোটিনের অব্যাহত চাহিদা পূরণের বিষয়টি মাথায় রেখে আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৪৪ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ সংসদে আগামী অর্থবছরের জন্য এই খাতে ৩ হাজার ৪৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন। গত অর্থবছরে এই খাতের জন্য বরাদ্দ করা হয়েছিল ৩ হাজার ১৯৩ কোটি টাকা।
স্থানীয় কৃষকদের সহযোগিতার জন্য মৎস্য, ডেইরি ও পোল্ট্রি খাতের বিদ্যমান সুযোগ-সুবিধা বাড়ানোর কথা জানিয়ে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, ‘স্থানীয় মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্প ও খামারিদের বাঁচাতে আমি প্রক্রিয়াজাত মাংস আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়ানো ও ন্যূনতম দাম নির্ধারণের প্রস্তাব করছি।’
অর্থমন্ত্রী আরও বলেন, এই খাতটি একদিকে যেমন দেশের মাংসের চাহিদা মেটাচ্ছে অন্যদিকে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করছে।
মুস্তফা কামাল জানান, গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত মোবাইল ও অনলাইন বিপণনের মাধ্যমে ৭ হাজার ২৮৬ কোটি টাকার বেশি মাছ, মাংস, দুধ, ডিমসহ বিভিন্ন মৎস্য ও প্রাণীজ পণ্য বিক্রি হয়েছে।
আরও পড়ুন:
৩ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয় করমুক্ত
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বেড়ে ২০ হাজার টাকা
করোনা মহামারি: আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ
প্রতিমাসে ২৫ লাখ মানুষ টিকা পাবে
নতুন হাসপাতালে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি
আইটি সেবা প্রদানকারীদের কর হ্রাসের প্রস্তাব
এশিয়ায় সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশে
Comments