তৈরি পোশাক রপ্তানিতে অতিরিক্ত ১ শতাংশ প্রণোদনা অব্যাহত থাকবে

স্টার অনলাইন গ্রাফিকস

করোনা মহামারিতে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরেও দেশের তৈরি পোশাক রপ্তানিতে অতিরিক্ত এক শতাংশ প্রণোদনা প্রদান অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী এই প্রস্তাব দেন। এর অর্থ হলো পোশাক রপ্তানিকারকরা অপ্রচলিত রপ্তানি বাজারের ক্ষেত্রে পাঁচ শতাংশ অনুদান পাবেন। ইউরোপীয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং কানাডা ছাড়া বাংলাদেশ সববাজারকেই অপ্রচলিত রপ্তানি বাজার বিবেচনা করে।

২০০৭ ও ২০০৮ সালে বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ায় ২০০৮-৯ অর্থবছরে অপ্রচলিত রপ্তানি বাজার পোশাক রপ্তানিকারকদের চার শতাংশ প্রণোদনা দেওয়া হয়।

প্রচলিত ও অপ্রচলিত দুই ধরনের বাজারের ক্ষেত্রেই রপ্তানিকারকরা অতিরিক্ত এক শতাংশ প্রণোদনা পাবেন।

রপ্তানিকারকরা উৎস কর শূন্য দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ করার প্রস্তাব দিলেও তা অপরিবর্তিত রয়েছে।

এদিন আগামী অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। এটি তার তৃতীয় বাজেট ঘোষণা। প্রস্তাবিত এই বাজেটে ঘাটতি ধরা হয়েছে জিডিপির ছয় দশমিক দুই শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তিন লাখ ৩০ হাজার কোটি ধরা হয়েছে।

 

আরও পড়ুন:

করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষা খাতে বরাদ্দ ৫৫৫১ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব

 

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বেড়ে ২০ হাজার টাকা

করোনা মহামারি: আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ

প্রতিমাসে ২৫ লাখ মানুষ টিকা পাবে

নতুন হাসপাতালে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি

আইটি সেবা প্রদানকারীদের কর হ্রাসের প্রস্তাব

এশিয়ায় সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশে

কৃষি শিল্পায়ন ও উদ্যোক্তা তৈরিতে ১০ বছর কর অব্যাহতি

দাম বাড়তে পারে, কমতে পারে

সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

20h ago