এবারও হজযাত্রী পাঠানো বন্ধ থাকবে
বৈশ্বিক কোভিড-১৯ মহামারির কারণে গত বছরের মতো এ বছরও সৌদি আরবে হজযাত্রী পাঠানো হবে না। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় সংসদে এই কথা জানিয়েছেন।
অর্থমন্ত্রী বলেন, মহামারিতে হজ পালনের অনুমতি না পাওয়ায় গত বছর হজযাত্রী পাঠানো বন্ধ ছিল। এ বছরও তা বন্ধ থাকবে। তবে আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কাজ সম্পন্ন করতে ই-হজ সিস্টেম চালুসহ হজ ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে।
জায়গা সংকুলান না হওয়ায় হজক্যাম্প ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্প ভবন সংস্কার কাজ চলছে। ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় চলতি অর্থবছরে এক হাজার ইমামকে সুদমুক্ত ঋণ ও চার হাজার জন ইমামকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
আরও পড়ুন:
৩ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয় করমুক্ত
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বেড়ে ২০ হাজার টাকা
করোনা মহামারি: আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ
প্রতিমাসে ২৫ লাখ মানুষ টিকা পাবে
নতুন হাসপাতালে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি
আইটি সেবা প্রদানকারীদের কর হ্রাসের প্রস্তাব
এশিয়ায় সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশে
Comments