আইটি খাতে আরও ১০ লাখ মানুষের কর্মসংস্থান হবে
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে ২০২১ সালে দেশের আইটি খাতে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে।
আজ বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
এতে করে এ খাতে সামগ্রিকভাবে ২০ লাখ লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তিনি।
এ সময় অর্থমন্ত্রী বলেন, 'চলমান চতুর্থ শিল্প বিপ্লব দক্ষ জনশক্তির জন্য দেশ-বিদেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির দ্বার উন্মুক্ত করেছে। 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা', 'রূপকল্প ২০৪১' ও 'ডেল্টা প্ল্যান-২১০০' বাস্তবায়নের ফলে বিজ্ঞান, প্রযুক্তি জ্ঞানে দক্ষ লোকদের জন্য দেশে বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।'
তিনি আরও বলেন, 'সরকারের সঠিক নীতিমালা এবং কর্ম পরিকল্পনার জন্য বাংলাদেশের যুব সমাজের একটি বড় অংশ ইতোমধ্যে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুবিধা ভোগ করছে।'
তিনি বলেন, আমাদের জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি তরুণ। উন্নত বিশ্বে তা ২০-২৫ শতাংশের বেশি নয়।
'প্রতি বছর ২০ লাখেরও বেশি লোক আমাদের শ্রমবাজারে প্রবেশ করছে। এর মানে হচ্ছে নতুনদের জন্য আমাদের কর্মসংস্থান তৈরি করতে হবে,' যোগ করেন তিনি।
Comments