পাকিস্তান দলে মঈন খানের ছেলে

ছবি: টুইটার

নব্বুই দশকে পাকিস্তান দলের অনেক সাফল্যের নায়ক ছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান মঈন খান। ঝড়ো ব্যাটিং, ক্ষিপ্র রানিংয়ের জন্য বেশি আলোচিত মঈনের ছেলেও পা রাখছেন সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে। প্রথমবারের মতো পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মঈনের ছেলে আজম খান।

শুক্রবার ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তিন সংস্করণের দলই ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি দলে বড় চমক আজম খানের দলে আসা। আজমও কিপার ব্যাটসম্যান। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি আলোয় এসেছেন তার মারকাটারি ব্যাটিংয়ের জন্য।

পিসিএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেন আজম। সিন্ধ প্রদেশের হয়ে ন্যাশনাল টি-টোয়েন্টিতে ঝলক দেখিয়েছেন ২২ বছর বয়েসী এই ব্যাটসম্যান। ৩৬ টি-টোয়েন্টি খেলা এই ডানহাতির স্ট্রাইকরেট ১৫৭.৪১।

২৫ জুন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ডে যাবে পাকিস্তান দল। ৮ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৬ জুলাই থেকে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইংল্যান্ড থেকেই এরপ ওয়েস্ট ইন্ডিজে পাঁচ টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে যাবে বাবর আজমের দল। ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি সিরিজ  শুরু ২৭ জুলাই। দুই টেস্ট হবে ১২ ও ২০ অগাস্ট থেকে।

পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নুমান আলি, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, ইয়াসির শাহ (ফিট থাকা সাপেক্ষে), জাহিদ মাহমুদ।

পাকিস্তান ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হারিস সোহেল, হাসান আলি, ইমাম-উল-হক, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির।

পাকিস্তান টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আরশাদ ইকবাল, আজম খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন আফ্রিদি, শারজিল খান, উসমান কাদির।

 

 

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago