রাজশাহীতে ২ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
রাজশাহীর স্থানীয় এক সংবাদপত্রের সম্পাদক গতকাল ডিজিটাল নিরাপত্তা আইনে আরেক সংবাদপত্রের দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন।
দৈনিক সোনালী সংবাদ’র সম্পাদক লিয়াকত আলী রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করেন। মামলার অভিযোগে তিনি বলেন, আসামিরা তার বিরুদ্ধে মিথ্যা, মনগড়া ও মানহানিকর সংবাদ প্রকাশ করেছে।
লিয়াকতের আইনজীবী এন্তাজুল হক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৮ মে দৈনিক উপাচারে প্রকাশিত একটি সংবাদের জন্য সংবাদপত্রটির ভারপ্রাপ্ত সম্পাদক নুর-ই ইসলাম মিলন ও সংবাদদাতা জামি রহমানকে আসামি করা হয়েছে।
লিয়াকত আলী বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের এক নেতার অভিযোগের ভিত্তিতে সংবাদটি করা হয় এবং সেটি বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো হয়। এতে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই সংবাদটি প্রকাশ করা হয়েছে।’
এদিকে, বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে মামলা দায়েরের সমালোচনা করে এটিকে ‘সাংবাদিকতার জন্য উদ্বেগজনক পরিস্থিতি’ বলে বর্ণনা করেছে রাজশাহী প্রেসক্লাব।
Comments