চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ৫১ জনের করোনা শনাক্ত
সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলায় গত ২৪ ঘণ্টায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলায় ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫১ জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭.১২ শতাংশ।
এর আগে, গত ২ জুন ৭৫ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছিল তার আগে ১ জুন ১৫৫ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি জানান, জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা এলাকায় লকডাউন দেওয়া হয়েছে। জীবননগর উপজেলার কিছু এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে।
এছাড়া, মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় ১৩০ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে কুষ্টিয়া জেলায় ১১৬টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ জেলার আক্রান্তের হার ২৯.৩১ শতাংশ। এর আগের দিন ২২৮ নমুনা পরীক্ষায় ৫৪ জনের পজিটিভ এসেছিল।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আক্রান্তের হার নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগের ম্যাপিং কার্যক্রম চলছে। এটি শেষ হলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Comments