চেন্নাইয়ের চিড়িয়াখানায় ৯ সিংহের করোনা শনাক্ত
ভারতের চেন্নাইয়ের ভান্দালুরুতে একটি চিড়িয়াখানার ৯টি সিংহের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ওই চিড়িয়াখানায় এক সিংহীর মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে তার মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
আজ শুক্রবার আরিগনার আন্না জুওলজিক্যাল পার্ক নামের ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।
ইন্ডিয়া টুডে জানায়, গত ২৬ মে চিড়িয়াখানাটির সাফারি পার্ক এলাকার পাঁচটি সিংহের ক্ষুধামন্দা দেখা দেয়। মাঝেমাঝে কাশিও হচ্ছিল। পরে ১১টি সিংহের শরীর থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে মধ্যপ্রদেশের ভোপালের ন্যাশনাল ইন্সটিটিউট অব হাই সিকিউরিটি ডিজিজে (এনআইএইচএসএডি) পরীক্ষার জন্য পাঠায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পরীক্ষায় ১১টি নমুনার মধ্যে ৯টিতে করোনা শনাক্ত হয়।
এর আগে, গতকাল বৃহস্পতিবার চিড়িয়াখানার অন্য একটি স্থানে নীলা নামের ৯ বছর বয়সী এক সিংহী মারা যায়। এটির করোনার কোনো লক্ষণ ছিলো না। তবে, মৃত্যুর একদিন আগে ওই সিংহীর হালকা সর্দি দেখা দিয়েছিল জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ইনস্টিটিউটের গবেষণাগারের পরীক্ষার ফলাফল অনুযায়ী, ১১টি সিংহের মধ্যে ৯টির করোনা শনাক্ত হয়েছে। এ ফলাফল সঠিক কিনা বা সিংহীটি একাধিক রোগে আক্রান্ত হয়ে মারা গেছে কিনা, তা নিশ্চিত হতে আমরা আজ বারেইলির ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইন্সটিটিউট এবং হায়দারাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজিতেও নমুনা পাঠিয়েছি।’
করোনা শনাক্ত হওয়া সব সিংহকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এগুলোকে পশুচিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সিংহের করোনা শনাক্তের ঘটনা ভারতে এটিই প্রথম নয়। গত মে মাসে হায়দারাবাদের নেহরু জুওলজিক্যাল পার্ক চিড়িয়াখানাতেও আটটি সিংহের করোনা শনাক্ত হয়েছিল।
Comments