রাশিয়ার স্পুতনিক টিকা উৎপাদনের অনুমোদন পেল সেরাম ইনস্টিটিউট
সেরাম ইনস্টিটিউটকে রাশিয়ার করোনা টিকা স্পুতনিক-ভি উৎপাদনের অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (ডিসিজিআই)। শর্ত সাপেক্ষে সেরামকে এ টিকা পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণের অনুমোদন দেওয়া হয়েছে বলে আজ শুক্রবার দেশটির সরকারি সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, ভারতে স্পুতনিক-ভি উৎপাদনের অনুমতি চেয়ে সেরাম গত বুধবার ডিসিজিআই’র কাছে আবেদন করে। ডিসিজিআই নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে সেরামকে এ টিকা পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণের অনুমোদন দিয়েছে।
বর্তমানে হায়দ্রাবাদভিত্তিক কোম্পানি ড. রেড্ডিস ল্যাবরেটরিজ ভারতে স্পুতনিক-ভি উৎপাদন করছে। কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পাশাপাশি দেশটির করোনার টিকাদান কর্মসূচিতে স্পুতনিক-ভি ব্যবহার করা হবে।
মস্কোর গামাল্যায়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সহায়তায় পুনের প্রতিষ্ঠান সেরাম এ টিকা উৎপাদন করবে।
ডিসিজিআই’র শর্ত অনুযায়ী, সেল ব্যাংক ও ভাইরাস স্টক স্থানান্তরের জন্য গামাল্যায়ার সঙ্গে হওয়া চুক্তিপত্রের একটি কপি সেরামকে জমা দিতে হবে। এ ছাড়া, টেকনোলজি স্থানান্তরের চুক্তিপত্রের কপিও জমা দিতে হবে।
Comments