ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক
ফরিদপুরের ভাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের সদস্য সন্দেহে তিন তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর একটি দল। শুক্রবার দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের চতলারপার গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটক তরুণদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন ও ১০টি সিমকার্ড জব্দ করা হয়।
ওই তিন তরুণ হলেন— চতলারপাড় গ্রামের মো. খলিল শেখ (২১), ফেলো মাতবরকান্দি গ্রামের মো. শওকত মাতুব্বর (২২) ও মগড়া গ্রামের মো. মারুফ হাওলাদার (২০)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান বলেন, ভাঙ্গা উপজেলার চতলারপার গ্রামের কিছু প্রতারক বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার খবর ছিল। ঘটনার সত্যতা পেয়ে শুক্রবার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তিন তরুণকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিকাশে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে।
র্যাব-৮ এর স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম বলেন, র্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
Comments