চুয়াডাঙ্গায় সীমান্তবর্তী আরও ৪ গ্রামে লকডাউন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী আরও চার গ্রামে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আগামীকাল রোববার থেকে এ লকডাউন কার্যকর হবে।
আজ শনিবার দুপুরে দামুড়হুদা উপজেলা কোভিড-১৯ সংক্রান্ত কমিটির জরুরি সভায় লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়। নতুন লকডাউন করা গ্রামগুলো হলো-কুড়ালগাছি ইউনিয়নের ঠাকুরপুর, চাকুলিয়া, ফুলবাড়ি ও পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের বড় বলদিয়া গ্রাম।
এর আগে গত ২ জুন সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের সাতটি এলাকা ও নাটুদহ ইউনিয়নের দুটি এলাকায় লকডাউন দেয় উপজেলা প্রশাসন। ওই এলাকাগুলোতে আজ শনিবার তৃতীয় দিনের লকডাউন মতো চলছে।
দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে কোভিড-১৯ সংক্রান্ত কমিটির সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামালসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল উপজেলার সর্বশেষ করোনা পরিস্থিতি তুলে ধরে বলেন, 'দামুড়হুদা উপজেলায় বর্তমানে ৯৭ জন করোনা রোগী আছেন। তাদের মধ্যে ৬২ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছেন।'
দামুরহুদা উপজেলাতে গত ২৩ মে থেকে ৫ জুন পর্যন্ত করোনায় সাত জনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সাত জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৫৮ জন। নতুন করে মারা গেছেন দুই জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০ জন।
এদিকে কুষ্টিয়াতে গত ২৪ ঘণ্টায় ২১৯টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন:
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকায় লকডাউন
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ৫১ জনের করোনা শনাক্ত
Comments