দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে
সম্প্রতি এক গবেষণায় দেশে করোনা আক্রান্তদের ৮০ ভাগ নমুনায় ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। অন্যদিকে, সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলায় দৈনিক শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, শুধু সীমান্তবর্তী জেলাগুলোই নয়, সার্বিকভাবেই এখন করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী।
প্রশ্ন উঠছে, ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে বিশেষজ্ঞরা যে সতর্কবাণীর কথা বেশ কিছুদিন ধরে বলছেন, সে অনুযায়ী সরকার কি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে আজ সীমান্তবর্তী এলাকাসহ সারাদেশের কোভিড পরিস্থিতি, ঝুঁকি ও তা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ সম্পর্কে আলোচনায় ফারহানা আহমেদের সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার মওদুদ আহম্মেদ সুজন।
Comments