ভারতের পুনেতে কেমিক্যাল কারখানায় আগুন, নিহত কমপক্ষে ১৮

ভারতের মহারাষ্ট্রের পুনে জেলায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগে ১৫ নারীসহ কমপক্ষে ১৮ জন শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ আছেন পাঁচ জন।
ছবি: এনডিটিভি

ভারতের মহারাষ্ট্রের পুনে জেলায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগে ১৫ নারীসহ কমপক্ষে ১৮ জন শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ আছেন পাঁচ জন।

আজ সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

পুনে মহানগর অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষের (পিএমআরডিএ) ফায়ার ব্রিগেড প্রধান দেবেন্দ্র পৎফোড়ে বলেন, ‘কারাখানার ভেতরে মোট ৩৭ জন শ্রমিক কাজ করছিলেন। প্রাথমিক হিসাবে তাদের মধ্য থেকে ১৫ জন নারী ও দুজন পুরুষ নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছিল। এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কারখানাটি বায়ু, পানিসহ বিভিন্ন জিনিস পরিশোধনে ব্যবহৃত কেমিক্যাল উৎপাদন, সরবরাহ এবং রপ্তানি করে আসছিল।’

কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, কারখানার দু’দিকের দেয়াল ভেঙে এর ভেতরে প্রবেশ করেছেন দমকল বাহিনীর সদস্যরা।

Comments