যশোরে শনাক্তের হার বাড়ছে
যশোরে করোনাভাইরাস শনাক্তের হার ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৮টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ১৪৩ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৯ দশমিক ৬৫ শতাংশ।
এর আগে, গত ৭ জুন শনাক্তের হার ছিল ২৯ শতাংশ ও ৮ জুন ছিল ৪২ শতাংশ। আর গত দুই দিনে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন।
আজ বুধবার যশোর জেনারেল হাসপাতাল থেকে এসব তথ্য জানা গেছে।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, চলতি মাসের শুরু থেকেই জেলায় করোনা শনাক্তের হার প্রতিদিন বাড়ছে। গত ৭ জুন করোনা শনাক্তের হার ২৯ শতাংশ থাকলেও গত ২৪ ঘণ্টায় তা বেড়ে ৪৯ দশমিক ৬৫ শতাংশে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ৭০১ জন। মারা গেছেন ৮৪ জন। যশোর জেনারেল হাসপাতালে বর্তমানে ৭২ জন রোগী চিকিৎসাধীন।
যশোর জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন ডেইলি স্টারকে বলেন, ‘যশোরের করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসন উদ্বিগ্ন। ঊর্ধ্বমুখী করোনা প্রতিরোধে আজ মধ্যরাত থেকে যশোর ও নওয়াপাড়া পৌরসভায় কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছে।’
Comments