চলে গেলেন খ্যাতিমান পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত
ভারতের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ও কবি বুদ্ধদেব দাশগুপ্ত মারা গেছেন।
আজ বৃহস্পতিবার ভারতের স্থানীয় সময় ভোর ৬টায় দক্ষিণ কলকাতায় নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
ভারতীয় গণমাধ্যম জিনিউজ সূত্রে এ তথ্য জানা গেছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বুদ্ধদেব দাশগুপ্ত দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তার নিয়মিত ডায়ালাইসিস চলছিল।
বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘নিম অন্নপূর্ণা’, ‘বাঘ বাহাদুর’, ‘লাল দরজা’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘তাহাদের কথা’, ‘স্বপ্নের দিন’, ‘ফেরা’, ‘দূরত্ব’ ও ‘কালপুরুষ’।
Comments