করোনাভাইরাস

২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে ১৩.২৫ শতাংশ, মৃত্যু ৪০

করোনাভাইরাস
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪০ জন। এর আগে গতকাল ৩৬ ও গত পরশু ৪৪ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৯৮৯ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৫৭৬ জনকে শনাক্ত করা হয়েছে। এর আগে এর আগে গতকাল দুই হাজার ৫৩৭ জন ও গত পরশু দুই হাজার ৩২২ জন শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ ২০ হাজার ৩৯৫ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৪৪৭টি নমুনা পরীক্ষা করে আরও দুই হাজার ৫৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১২ দশমিক ৩৩ শতাংশ ও গত পরশু ১২ দশমিক ১২ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও নয় জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ০-১০ বছরের মধ্যে, একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, আট জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ২২ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৫৯ হাজার ৬৩০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৬১ লাখ ২৬ হাজার ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ।

আরও পড়ুন:

আজ শনাক্তের হার ১২.৩৩ শতাংশ, মৃত্যু ৩৬

২৪ ঘণ্টায় শনাক্ত-মৃত্যু দুটোই বেড়েছে, ১২.১২ শতাংশ ও ৪৪ জন

আজ শনাক্তের হার ১১.৪৭ শতাংশ, মৃত্যু ৩০

আজ শনাক্তের হার ১০.৭৩ শতাংশ, মৃত্যু ৩৮

আজ শনাক্তের হার ১১.০৩ শতাংশ, মৃত্যু ৪৩

আজ শনাক্তের হার ১০.৪০ শতাংশ, মৃত্যু ৩৪

আজ মৃত্যু ৩০ পরীক্ষা ১৬৯৭২ শনাক্ত ১৬৮৭

আজ মৃত্যু ৩৪ পরীক্ষা ২০২৫৯ শনাক্ত ১৯৮৮

আজ মৃত্যু বেড়ে ৪১

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৬ পরীক্ষা ১৮১৭৮ শনাক্ত ১৭১০

আজ মৃত্যু ৩৪ পরীক্ষা ১৪২৭৭ শনাক্ত ১৪৪৪

আজ মৃত্যু ৩৮ পরীক্ষা ১৩১৮৪ শনাক্ত ১০৪৩

২৪ ঘণ্টায় মৃত্যু ৩১ পরীক্ষা ১৪৬০৬ শনাক্ত ১৩৫৮

আজ মৃত্যু ২২, শনাক্ত ১২৯২, পরীক্ষা ১৫৯১৫

আজ মৃত্যু ১৭, শনাক্ত ১৪৯৭, পরীক্ষা ১৬৪৩৪

আজ ৪০ জন, মৃত্যুর সংখ্যা আবার বাড়ার ইঙ্গিত

২৪ ঘণ্টায় মৃত্যু ২৫ পরীক্ষা ১৭৬৮৩ শনাক্ত ১৪৪১

২৪ ঘণ্টায় মৃত্যু ২৮ পরীক্ষা ১৫২০৫ শনাক্ত ১৩৫৪

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৮ পরীক্ষা ১২২৩০ শনাক্ত ১০২৮

আজ মৃত্যু ২৬ পরীক্ষা ১৮২৯৪ শনাক্ত ১৫০৪

আজ মৃত্যু ৩৬ পরীক্ষা ১৯৪৩৭ শনাক্ত ১৪৫৭

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ পরীক্ষা ২০৫২৮ শনাক্ত ১৬০৮

আজ মৃত্যু ৩০ পরীক্ষা ১৬৮৫৫ শনাক্ত ১২৭২

২৪ ঘণ্টায় মৃত্যু ৩২ পরীক্ষা ১০৩৪৭ শনাক্ত ৬৯৮

আজ মৃত্যু ২৫ পরীক্ষা ৫৪৩০ শনাক্ত ৩৬৩

আজ মৃত্যু ২২ পরীক্ষা ৩৭৫৮ শনাক্ত ২৬১

আজ মৃত্যু ২৬ পরীক্ষা ৭৮৩৫ শনাক্ত ৮৪৮

আজ মৃত্যু ৩১ পরীক্ষা ১৩৪৭১ শনাক্ত ১২৯০

২৪ ঘণ্টায় মৃত্যু ৪০ পরীক্ষা ১৫২৯৬ শনাক্ত ১১৪০

আজ মৃত্যু ৩৩ পরীক্ষা ১৪১৮৪ শনাক্ত ১২৩০

Comments

The Daily Star  | English

Stocks rebound after three-day fall

Major indices of the stock market in Bangladesh yesterday saw a rebound from three days of constant decline as shares in the large-cap and blue-chip categories performed well amid intense selling pressure..The DSEX, the benchmark index of the Dhaka Stock Exchange (DSE) edged up by 67.58 po

13m ago