লাউয়াছড়ায় গাছ উপড়ে পড়ার ১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনের উপর গাছ উপড়ে পড়ায়, এক ঘণ্টা আটকে ছিল আন্তঃনগর পারাবত এক্সপ্রেস। আজ বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী ট্রেনটি বেলা ১২টা পাঁচ মিনিটে আটকা পড়ে।
বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ দ্য ডেইলি স্টারকে জানান, এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছিল।
পড়ে যাওয়া গাছটি কেটে সরালে এক ঘন্টা পর বেলা ১টা ১৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
প্রত্যক্ষদশী সাজু মারছিয়াং জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে রেললাইনের পাশের একটি বড় গাছ শিকড়সহ উপড়ে পড়ে। এতে, পারাবত এক্সপ্রেস ট্রেনটি এসে সেখানে আটকা পড়ে।
তিনি জানান, ঘটনার খবর পেয়ে রেলকর্মী ও বনকর্মীরা এসে পড়ে যাওয়া গাছ কেটে সরানোর পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Comments