চট্টগ্রামে মদবাহী মাইক্রোবাস চাপায় এএসআই নিহত

এএসআই কাজী মো. সালাহউদ্দীন। ছবি: সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালনকালে মাইক্রোবাস চাপায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এক কনস্টেবলও আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনায় ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজেশ বড়ুয়া। তিনি জানান, নিহত এএসআইর নাম কাজী মো. সালাহউদ্দীন। পুলিশের এই কর্মকর্তাকে চাপা দেওয়া মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। সেটি থেকে ৭৩০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

রাজেশ বড়ুয়া বলেন, ‘সালাহউদ্দীন গত রাতে চাঁদগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় দায়িত্বরত ছিলেন। পার্বত্য এলাকা থেকে দেশীয় মদ নিয়ে একটি মাইক্রোবাসে চট্টগ্রামে প্রবেশ করছে বলে তাকে তথ্য দেওয়া হয়। এরপর ভোর ৪টার দিকে তিনি মেহেরাজখান ঘাটা এলাকায় চেকপোস্ট বসান। এরপর একটি কালো মাইক্রোবাস এলে তিনি সেটিকে থামার জন্যে সিগনাল দেয়। তখন মাইক্রোবাসটির চালক গতি কমালে তিনি ও এক কনস্টেবল গাড়িটির সামনে গিয়ে দাঁড়িয়ে চালককে নামতে বলেন। তখনই চালক তাদের চাপা দিয়েই গাড়ি নিয়ে পালিয়ে যান।’

‘এএসআই সালাহউদ্দীনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ মাইক্রোবাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। ওই মাইক্রোবাসটি থেকে ৭৩০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে’, বলেন পুলিশের এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago