ডি ককের দুর্দান্ত সেঞ্চুরির পর বিপদে ওয়েস্ট ইন্ডিজ
পেস বান্ধব উইকেটে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গিয়েছিল একশোর আগেই। ব্যাট করতে নেমে সমস্যায় পড়েছিল দক্ষিণ আফ্রিকাও। তবে বিপদ উড়িয়ে দিয়ে ছয়ে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন কুইন্টেন ডি কক। গড়েছেন ছক্কার রেকর্ড। তাতে তিনশো ছাড়িয়ে যায় দলের রান। জবাবে আনরিক নরকিয়া, কাগিসো রাবাদার গতিতে দ্বিতীয় ইনিংসেও বিপদে পড়েছে স্বাগতিকরা।
সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৮২ তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস হার এড়াতেই তাদের চাই আরও ১৪৩ রান। এর আগে ডি ককের সেঞ্চুরিতে ৩২২ রানে গিয়ে থেমেছিল প্রোটিয়ারা। ১৭০ বলে ১২ চার, ৭ ছক্কায় ১৪১ রান করেন প্রোটিয়া কিপার ব্যাটসম্যান। টেস্টে দক্ষিণ আফ্রিকার কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও এটি। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ ছক্কা মেরেছিলেন এবিডি ভিলিয়ার্স।
আগের দিনের ৪ উইকেটে ১২৮ রান নিয়ে খেলতে নেমে আরও ৩৪ রান যোগ অরে ফন ডার ডাসেনকে হারায় সফরকারীরা। এরপর ভিয়ান মুল্ডারকে নিয়ে রান বাড়াতে থাকেন ডি কক। দুজনের মধ্যে আসে ৫৩ রানের জুটি। তাতে ৫৭ বলে ২৫ করে জেসন হোল্ডারের শিকার হন মুল্ডার।
এরপর কেশব মহারাজ, রাবাদাকে দ্রুতই হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ দুই ব্যাটসম্যান নিয়ে আরও ৮৯ রান আনেন ডি কক। নরকিয়ার সঙ্গে জুটিতে আনেন ৭৯ রান। তাতে নরকিয়ার অবদান কেবলই ৭।
২২৫ রানের বিশাল লিড পাওয়ার পর বল হাতেও জ্বলে উঠে সফরকারীরা। ১২ রানেই অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান রাবাদা, খানিক পর কিরন পাওয়েলকেও তুলে নেন তিনি। শেই হোপ আর কাইল মেয়ার্স কাবু হন নরকিয়ার পেসে। ৫১ রানেই ৪ উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ানরা।
পরে রোস্টন চেস (২১*) ও জার্মেইন ব্ল্যাকউড (১০*) মিলে ছোট জুটিতে দিনের বাকিটা সময় কাটিয়ে দিয়েছেন।
ঘাসের ছোঁয়া থাকা উইকেটে টেস্টের তৃতীয় দিনেই আসতে পারে ফল।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৯৭
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: (আগের দিন ১২৮/৪) ৯৬.৫ ওভারে ৩২২ (ফন ডার ডাসেন ৪৬, ডি কক ১৪১* মুল্ডার ২৫, মহারাজ ০, রাবাদা ৭, নরকিয়া ৭, এনগিডি ০; রোচ ২/৬৪, হোল্ডার ৪/৭৫, সিলস৩/৭৫, মেয়ার্স ০/২৮, কর্নওয়াল ১/৬১, চেইস ০/১৪)
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ৩০ ওভারে ৮২/৪ (ব্র্যাথওয়েট ৭, পাওয়েল ১৪, হোপ, চেইস ২১*, মেয়ার্স ১২, ব্ল্যাকউড ১০*; রাবাদা ২/১৮, এনগিডি ০/১৯, নরকিয়া ২/৩৪, মুল্ডার ০/৬, মহারাজ ০/০)
Comments