সৌদিতে বাংলাদেশি কর্মীদের কোয়ারেন্টিন মওকুফের অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশি কর্মীদের সৌদি আরবে যাওয়ার পর সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন মওকুফের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। আজ শনিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় তিনি এ অনুরোধ জানান।
এর আগে, সৌদিগামী কর্মীরা ভ্রমণের ব্যয় বৃদ্ধি, সেখানে যাওয়ার পর হোটেল বুকিংসহ বিভিন্ন অভিযোগ করায়, বাংলাদেশ সরকার ২৯ মে সৌদি আরবের হোটেলে বাংলাদেশি কর্মীদের সাত দিনের কোয়ারেন্টিনের জন্য ২৫ হাজার টাকা পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত নেয়।
আজ টেলিফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী মোমেন প্রিন্স ফয়সালকে বলেন, বাধ্যতামূলক কোয়ারেন্টিন মওকুফ করা হলে, অভিবাসীরা অর্থ সাশ্রয় করতে পারবেন।
মহামারির মধ্যে বাংলাদেশি কর্মীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য তিনি সৌদি মন্ত্রীকে ধন্যবাদ জানান।
আবদুল মোমেন মিয়ানমারে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে সৌদি মন্ত্রীকে সহায়তার অনুরোধ করেন।
এ সময়, ফারহান আল সৌদ মোমেনকে জানান, করোনার কারণে কোনো দেশ থেকে কেউ এবার হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারেন না। তবে, বর্তমানে সেখানে বসবাসরত নাগরিকরা হজ করতে পারবেন।
আরও পড়ুন:
সৌদিগামী কর্মীদের ব্যাংক হিসাবে জমা হবে কোয়ারেন্টিনের ২৫ হাজার টাকা
সৌদিগামী শ্রমিকদের কোয়ারেন্টিনে ২০ থেকে ২৫ হাজার টাকা সহায়তা দেবে মন্ত্রণালয়
বাংলাদেশি কর্মীদের হোটেল বুকিংয়ে সহায়তা করবে না সৌদি এয়ারলাইন্স
সৌদিগামী বাংলাদেশিদের ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুকিংয়ের আহ্বান
Comments