ময়মনসিংহ ও গাজীপুর থেকে মানবপাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার
ময়মনসিংহ ও গাজীপুর থেকে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
শুক্রবার দিবাগত রাত ও শনিবার সকালে পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের দুই তরুণী পাচার হওয়ার অভিযোগের ভিত্তিতে র্যাব এ অভিযান চালায়।
র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় প্রথমে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার বালিহাটা কান্দাবাড়ি এলাকা থেকে মো. ইউসুফ মিয়াকে শুক্রবার দিবাগত রাত ১২টায় গ্রেপ্তার করা হয়। পরে শনিবার ভোরে মো. রব্বিল শেখকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই র্যাব কর্মকর্তা।
গ্রেপ্তারকৃতদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
Comments