অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৭ বাংলাদেশি আটক
যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার দুপুরে চৌগাছার হিজলী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে- তিন জন নারী, দু’জন জন শিশু এবং দু’জন পরুষ।
তাদের সবার বাড়ি বাগেরহাট, নড়াইল ও পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল সেলিম রেজা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি জানান, চৌগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্তের মেইন পিলার ৪০/৬-এস-এর কাছ থেকে ৭ বাংলাদেশি নারী শিশু ও পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।
Comments