জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বঙ্গবন্ধু লাউঞ্জের উদ্বোধন

‘বঙ্গবন্ধু লাউঞ্জ’ উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘বঙ্গবন্ধু লাউঞ্জ’ উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গতকাল সোমবার লাউঞ্জটির উদ্বোধনকালে তিনি বলেন, ‘লাউঞ্জটিতে বিভিন্ন বই, ছবি, প্রামাণ্য চিত্র ও গ্রাফিক্যাল ডিসপ্লের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরা হয়েছে। বহপাক্ষিকতাবাদ, বিশেষ করে জাতিসংঘের প্রতি জাতির পিতার যে গভীর আস্থা ও বিশ্বাস ছিল, বঙ্গবন্ধু লাউঞ্জের এই সংগ্রহ যেন তা-ই ফুটিয়ে তুলেছে।’

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে লাউঞ্জটি স্থাপন করা হয়েছে।

আরও বই এবং অন্যান্য প্রদর্শন সামগ্রী দেওয়ার মাধ্যমে এই লাউঞ্জটিতে অবদান রাখার আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

লাউঞ্জটি গত বছর স্থাপন করা হলেও করোনা মহfমারির কারণে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা যায়নি।

Comments

The Daily Star  | English

EC to register Bangladeshi voters in 5 more countries

Expatriates in the US, Maldives, Jordan, South Africa, and Oman now eligible for enrolment

8m ago